বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

স্বীকার করছি আমি ডামি নির্বাচন করেছি: আউয়াল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর শেরে বাংলা থানায় রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিকালে আউয়াল আদালতে বলেন, “স্বীকার করছি—আমি ডামি নির্বাচন করেছি। রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে।” তিনি দাবি করেন, “আমি জীবনে কখনো অর্থ আত্মসাৎ করিনি, ঘুষ নেইনি।”

আদালত এ সময় মন্তব্য করে, “আপনার কাছে জাতির প্রত্যাশা ছিল অনেক। বিতর্কমুক্ত নির্বাচন করতে পারলে ইতিহাসে ভিন্নভাবে চিহ্নিত হতেন।” রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী অভিযোগ করেন, “২০২৪ সালের নির্বাচনের আগে তিনি শেখ হাসিনাকে বলেন—‘আমি আপনাকে বিজয়ী ঘোষণা করব, আপনি শুধু অর্থ দিন।’”

আদালতে আউয়ালের বিরুদ্ধে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে ধরা হয়। রাতের ভোট বিষয়ে তিনি বলেন, “যখন রাতের বেলায় ভোট হয়, তখন আমি গভীর নিদ্রায় থাকি।”

রাষ্ট্রপক্ষ বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা ফয়জুল করিমের ওপর হামলার প্রসঙ্গ উত্থাপন করলে তিনি বলেন, “আমি কথার ভিড়ে বলে ফেলেছি—‘তিনি কি ইন্তেকাল করেছেন?’ কথাটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।”

শুনানিতে আদালত ও আইনজীবীদের একাধিকবার বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। শেষ পর্যন্ত আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102