সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

দক্ষিণখানে বিএনপির ৩১ দফা নিয়ে জনতার জাগরণ

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রোডম্যাপ জনগণের হাতে তুলে দিতে রাজধানীর দক্ষিণখানে ব্যাপক প্রচার অভিযান চালিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ (২৬শে জুন,২০২৫) দক্ষিণখান কেসি হাসপাতালের সামনের পথ থেকে শুরু করে দক্ষিণখান বাজারের গলি-প্রতি গলি, দোকানপাট, রিকশাওয়ালা থেকে পথচারী—সবার হাতে পৌঁছে দেওয়া হয় এই লিফলেট। লক্ষ্য একটাই— গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে জনগণের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত করা।

দক্ষিণখান কেসি হাসপাতালের সামনে প্রচার

এই জনমুখী কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন। তিনি বলেন, “এই জনসংযোগ প্রমাণ করেছে মানুষ এখন পরিবর্তনের পক্ষে, তারা জেগে উঠছে।”

দক্ষিণখান থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সকল সহযোগী সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে আরও বেগবান করেছে। আফাজ উদ্দিন কৃতজ্ঞতা জানান দক্ষিণখানবাসী ও ঢাকা-১৮ এর দায়িত্বশীল নেতাকর্মীদের প্রতি।

দক্ষিণখান বাজারে প্রচার

তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও আগ্রহ আমাদের আন্দোলনকে আরও দৃঢ় করেছে। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকবে।”

গণতন্ত্র, জবাবদিহি ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপির লক্ষ্য—এ কথা স্মরণ করিয়ে দিয়ে নেতারা বলেন, এই আন্দোলন থামার নয়, ছড়িয়ে পড়বে প্রতিটি ঘরে ঘরে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102