বিশ্ব পরিবেশ দিবসে রাজধানীর উত্তরায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে এনসিপি নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে উদ্যাম ফাউন্ডেশনের উদ্যোগে উত্তরার মুগ্ধ মঞ্চে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, বিশেষ অতিথি উত্তরার এনসিপি নেতা মাহিম তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রিন্সসহ স্থানীয় এলাকাবাসী।
এ সময় মুগ্ধ মঞ্চের পাশের খালি জায়গায় গাছের চারা রোপন করে জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ফরহাদ সোহেল বলেন, ভৌগলিক দিক বিবেচনা বাংলাদেশ বন্যা ঝুঁকিপ্রবণ দেশ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদেরকে বেশি বেশি গাছের চারা রোপন করতে হবে।
তিনি বলেন, গাছ যেহেতু পরিবেশের বন্ধু তাই পরিবেশ দিবসে এমন আয়োজন সত্যিই ভালো উদ্যোগ। সবাই যদি একটি করে গাছের চারা রোপন করে তাহলে আমাদের দেশের প্রাণ-প্রকৃতি সুন্দর থাকবে ইনশাআল্লাহ।
বক্তব্যে উত্তরা থানার জাতীয় নাগরিক পার্টির নেতা মাহিম তালুকদার বলেন, উত্তরা জোনের ৭টি থানায় আমরা পাঁচ হাজার গাছ রোপণের পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা সবাইকে আহ্বান করব গাছ না কেটে আসুন সবাই মিলে গাছ লাগাই।
উদ্যাম ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রিন্স বলেন, আমরা সারাদেশে এক লক্ষ গাছ রোপনের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালি, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে আমাদের কার্যক্রম চলছে। উত্তরাতে প্রথমবারের মতো শুরু করলাম।
#জি/টি