বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

ইসরায়েলি জেট ভূপাতিত—এক বাঙালির ইতিহাস

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

১৯৬৭ সালের ৫ জুন। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে ভয়াবহ যুদ্ধের আগুন—ছয় দিনের যুদ্ধ নামে পরিচিত সেই সংঘাতে এক বাঙালি পাইলট লিখে যান বীরত্বের এক অনন্য ইতিহাস।

ওইদিন তপ্ত বিকেলে ইসরায়েলের চারটি ফাইটার জেট আক্রমণ চালায় জর্ডানের মাফরাক বিমানঘাঁটিতে। উদ্দেশ্য ছিল জর্ডানের সামরিক শক্তিকে সম্পূর্ণ ধ্বংস করা। এর আগেই তারা মিশরের ২০০’রও বেশি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়ে আকাশপথে ব্যাপক দখল প্রতিষ্ঠা করেছিল।

কিন্তু মাফরাক আক্রমণ চালাতে এসে মুখোমুখি হয় এক দুর্ধর্ষ প্রতিরোধের—জর্ডান বিমান বাহিনীর হয়ে লড়াই করছিলেন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম। সেই যুদ্ধে অসাধারণ সাহস ও কৌশলে তিনি একটি ইসরায়েলি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেন।

এই বাঙালি পাইলটের বীরত্ব শুধু ওই দিনের নয়, বরং যুদ্ধের মোড় ঘোরাতে সাহায্য করেছিল। পরে তিনি স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনীতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিশ্বের ইতিহাসে খুব কম পাইলটই আছেন, যারা একাধিক দেশের হয়ে যুদ্ধ করে শত্রুপক্ষের বিমান ভূপাতিত করেছেন—সাইফুল আজম সেই বিরল গৌরবের অধিকারী। তাঁর নাম আজও গর্বের সঙ্গে স্মরণ করে বিশ্বের সামরিক মহল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102