ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটির পর রবিবার (১৫ জুন) খুলেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়। ছুটির পর প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেখা গেছে প্রাণচাঞ্চল্য ও ঈদের উৎসবমুখর আবহ।
সকালে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মচারীরা সহকর্মীদের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মদিবস শুরু করেছেন। দীর্ঘ ছুটি শেষে অনেকেই একে অপরের সঙ্গে গল্পগুজব ও স্মৃতিচারণায় ব্যস্ত সময় পার করছেন।
তথ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ে উপস্থিতি ছিল সন্তোষজনক।
গাড়ি পার্কিংয়ের স্থানগুলো ছিল অন্যান্য দিনের মতোই পূর্ণ। তবে সচিবালয়ের করিডোর ও লিফটের সামনে কিছুটা কম ভিড় লক্ষ্য করা গেছে, যা ঈদের পরদিন হিসেবে স্বাভাবিক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, ঈদের আগে শেষ কর্মদিবস ছিল ৪ জুন। এরপর ৫ জুন থেকে শুরু হয় ঈদের ছুটি, যা চলে ১৪ জুন পর্যন্ত। সরকারি চাকরিজীবীদের জন্য এটি ছিল ঈদুল আজহার দীর্ঘতম ছুটিগুলোর একটি।
সচিবালয়ে ফেরা অনেক কর্মকর্তা জানান, ছুটির পর সহকর্মীদের সঙ্গে দেখা হওয়া ও ঈদের খোঁজখবর নেওয়ায় প্রথম দিনটা বেশ আনন্দময় কেটেছে। তবে ধীরে ধীরে পুরোদমে কাজের গতি ফিরবে বলেও জানান তারা।