রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

উত্তরায় নগদ এজেন্টের ১ কোটি টাকা লুট

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৫ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর উত্তরায় র‍্যাবের পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি নগদের একজন এজেন্টের কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাই করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

শনিবার (১৪ই জুন,২০২৫) সকাল ৮টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নগদ এজেন্ট আবদুল খালেক ওই এলাকার একটি বাসায় বসবাস করেন। তিনি নগদের কার্যালয়ে টাকা পৌঁছে দিতে দুই সঙ্গীসহ মোটরসাইকেলে রওনা দেন।

পথে একটি কালো রঙের মাইক্রোবাস এসে তাদের গতিরোধ করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, র‍্যাবের পোশাক পরিহিত দুই থেকে তিনজন ব্যক্তি গাড়ি থেকে নেমে খালেক ও তার সঙ্গীদের ধাওয়া করে ধরে ফেলে এবং মাইক্রোবাসে তুলে নিয়ে যান। পরে তাদের ১৭ নম্বর সেক্টরে নামিয়ে দিয়ে টাকা নিয়ে সটকে পড়ে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমানও জানিয়েছেন, ছিনতাইকারীরা র‍্যাবের পোশাক পরে থাকলেও তারা প্রকৃত র‍্যাব সদস্য নয় বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102