বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে রাজধানীর দক্ষিণখান এলাকায় ক্যাম্পেইন করেছে বিএনপি নেতারা।
সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দক্ষিণখানের ৪৭নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় স্থানীয়দের মাঝে ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন বিএনপি নেতারা।
কর্মসূচিতে দক্ষিণখান থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
– জি/টি