বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

গাজীপুর-২: জামায়াতের বিশাল মোটরসাইকেল শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৪ জুন, ২০২৫

গাজীপুর-২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনী অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী এবং শত শত ভোটার অংশগ্রহণ করেন, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীন বলেন, “উপযুক্ত ও দেশপ্রেমিক জনপ্রতিনিধি ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। বৈষম্যমুক্ত সমাজ গড়তে হলে তাকওয়াবান, পরহেজগার এবং দেশপ্রেমিক মানবিক ব্যক্তিদের ক্ষমতায় পাঠাতে হবে।” তিনি আরও বলেন, এজন্য গাজীপুরের প্রতিটি বাড়ি, অলিগলি ও দরজায় দরজায় প্রার্থীর পক্ষে জোরদার প্রচারণা চালাতে হবে।

অধ্যাপক জামাল উদদীন তাঁর নির্বাচনী মোটরসাইকেল শোডাউনের পূর্বে উপস্থিত সাংবাদিক, দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের সামনে গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জননেতা মুহাম্মদ হোসেন আলীকে পরিচয় করিয়ে দেন।

শোডাউনের শুরু হয় সকাল সাড়ে ৯টায় টঙ্গী টেশিস থেকে এবং ঢাকা-মোমেনশাহী মহাসড়ক হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে বেলা দেড়টায় গাজীপুরায় শেষ হয়। শোডাউনে গাজীপুর-২ নির্বাচনী এলাকার শত শত মোটরসাইকেল যাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এছাড়াও, অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ আজহারুল ইসলাম, মোঃ নেয়ামত উল্লাহ শাকেরসহ মহানগর জামায়াতের শুরা ও কর্ম পরিষদের অন্যান্য সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।

এই নির্বাচনী মোটরসাইকেল শোডাউনটি গাজীপুর-২ আসনে শক্তিশালী প্রচারণার অংশ হিসেবে যথেষ্ট ইতিবাচক সাড়া ফেলেছে এবং জনগণের মধ্যে দলীয় ঐক্য ও উদ্যম বৃদ্ধি করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102