‘সবার জন্য কুরবানি’ এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবছরের মতো এবারও নিম্ন আয়ের মানুষদের মাঝে কুরবানির মাংস বিলিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন। সারাদেশের ন্যায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে ও পৌর শহরের তেরীবাজার এলাকায় শতাধিক পরিবারের মাঝে মাংস বিলায় সংগঠনটি।
কুরবানির ঈদের কয়েকদিন আগে থেকেই চলতে থাকে সুবিধাভোগীদের তালিকা তৈরির কাজ। ঈদের দিন নামাজ শেষে নির্ধারিত এলাকায় গিয়ে সেচ্ছাসেবকদের নিয়ে শুরু হয় জবাই করা এবং মাংস কাটার কাজ। পরে সব মাংস একত্রে করে পুনরায় শুরু হয় প্যাকেট করা। নির্ধারিত তালিকা মোতাবেক চলে বিতরণ।
নাম প্রকাশে অনিচ্ছুক মাংস নিতে আসা একজন বলেন, ‘আমি শরীকের মাধ্যমে প্রতিবছর কুরবানি দিতাম। কিন্তু, গত দুবছর ধরে কুরবানি দেওয়া হয় না। কারো কাছে মাংস চাইতে যেতেও পারি না লোকলজ্জায়। আস সুন্নাহ ফাউন্ডেশন কীভাবে আমার নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে জানি না। আমার মেয়ের হাতে পাঠিয়ে দিলো এক প্যাকেট খাসির মাংস।’
মাংস পৌঁছে দেওয়া ও তালিকা করার কাজে নিয়োজিত স্থানীয় প্রতিনিধি মাসুদুর রহমান ফকির বলেন, ‘সারা দেশই আস সুন্নাহ ফাউন্ডেশন অসহায়দের পাশে থেকে নানা ধরণের কাজ করে যাচ্ছে। এরই ধারাবহিকতায় ঈদুল আযহা উপলক্ষে দুর্গাপুরে গরু-খাসি মিলে সাতটি পশু কুরবারি দেয়। এসব পশুর মাংস তালিকা মোতাবেক বিতরণ করা হয়েছে। এ কাজ করে ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিয়ে সত্যিই আমি আনন্দিত।’