সোমবার, ২৩ জুন ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

বর্জ্য থাকবে না ঈদের পরদিন: ডিএনসিসি প্রশাসক

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৪ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

কোরবানির ঈদে উৎপন্ন বর্জ্য ঈদের দিনেই অপসারণের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ বুধবার (৪ঠা জুন,২০২৫) আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রায় ২০ হাজার টন বর্জ্য দ্রুত অপসারণে ডিএনসিসি’র ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী তিন দিনব্যাপী কাজ করবেন।

বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ, ২৪টি পেলোডার। এছাড়া, বিতরণ করা হয়েছে ১২ লাখ ৫০ হাজার পলি ব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং ও চার হাজার ক্যান স্যাভলন।

প্রশাসক আরও জানান, আমিন বাজার ল্যান্ডফিলে বর্জ্য ডাম্পিংয়ের জন্য আলাদা প্ল্যাটফর্ম এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় দুটি পরিখা প্রস্তুত করা হয়েছে। পুরো প্রক্রিয়া তদারকির জন্য ডিএনসিসি একটি মনিটরিং টিম গঠন করেছে। প্রথমে বর্জ্য সংগ্রহ করে আনা হবে এসটিএস-এ, পরে সেখান থেকে ডাম্পিং স্টেশনে স্থানান্তর করা হবে।

পরিদর্শনে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102