রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলেছে, এই বাজেট পুরোপুরি গতানুগতিক এবং জনগণের মতামত উপেক্ষা করে প্রণয়ন করা হয়েছে।
বুধবার (৪ঠা জুন,২০২৫) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, “দেশে সংসদ বা গণতান্ত্রিক সরকার না থাকায় আশা ছিল অন্তর্বর্তী সরকার আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে বাজেট দেবে। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি।”
বাজেট প্রক্রিয়ায় সংস্কারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাংবিধানিক পদ্ধতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট প্রণয়ন করতে হবে। সংসদীয় কমিটিকে শক্তিশালী করতে হবে এবং জনসম্পৃক্ততা বাড়াতে হবে।”
খসরু আরও বলেন, “বাজেটে শিক্ষাখাতে কর আরোপের যৌক্তিকতা নেই। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার ওপর থেকে কর তুলে নেওয়া হবে।”
তিনি দাবি করেন, মূল্যস্ফীতির চাপ ও আয় হ্রাসের মধ্যে কর বাড়ালে জনগণের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে। বাজেটে বৈষম্য দূর না হয়ে বরং তা আরও তীব্র হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমানসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।