বাংলাদেশে নির্বাচন কবে হবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দলগুলো—এ বিষয়ে জাতিসংঘের কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
বুধবার (৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, “বাংলাদেশে নির্বাচন আয়োজন একটি রাজনৈতিক সিদ্ধান্ত। জাতিসংঘ এই বিষয়ে কোনো নির্ধারক নয়। জনগণ ও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে হবে।”
তিনি বলেন, “অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে শুধু রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়, বরং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততাই জাতিসংঘের সংজ্ঞায় অংশগ্রহণমূলক নির্বাচন।”
গোয়েন লুইস এ সময় জানান, ঢাকায় জাতিসংঘ মানবাধিকারবিষয়ক একটি অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই ছোট পরিসরে এর কার্যক্রম শুরু হবে।
জাতীয় ঐক্যমত কমিশনের কাজের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “কমিশনের কাজ কঠিন হলেও জাতিসংঘ মনে করে, এটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে সহায়ক ভূমিকা রাখতে পারে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন।