বিদেশি ভিসা প্রদানে কড়াকড়ি কিংবা সাময়িক স্থগিতাদেশের জন্য অনেকাংশে বাংলাদেশের নাগরিক ও সংশ্লিষ্টদের আচরণকেই দায়ী করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল মঙ্গলবার (৩রা জুন,২০২৫) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যেসব সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে নেওয়া হয়, তার পেছনে আমরাই অনেকটা দায়ী।”
সম্প্রতি বিশ্বের বেশ কিছু দেশ বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদান প্রক্রিয়ায় কঠোরতা আরোপ করেছে। এ বিষয়ে সরকারের অবস্থান ও করণীয় সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা বিষয়টি নিয়ে অনেক হোমওয়ার্ক করেছি। যারা বিদেশে লোক পাঠান, অনেক সময় তারা নিয়মনীতি না মেনে কাজ করেন। যার ফলে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”
তিনি আরও বলেন, “আমাদের দেশের কিছু ব্যবসায়ী এবং এজেন্সি সিস্টেমের বাইরে গিয়ে মানুষ পাঠান। ফলে গন্তব্যদেশে সেই কর্মীদের বৈধতার সংকট দেখা দেয়, যা সামগ্রিকভাবে দেশের জন্য ক্ষতিকর।”
মালয়েশিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেখানে নেপালি শ্রমিকরা আমাদের চেয়ে বৈধভাবে বেশি গেছেন, অথচ আমাদের অবৈধ শ্রমিকের সংখ্যা বেশি ছিল। এটা মালয়েশিয়ার দোষ নয়, এটা আমাদের ব্যর্থতা।”
তৌহিদ হোসেন আরও মন্তব্য করেন, “আমার কথা অনেকের কাছে কঠোর মনে হতে পারে, তবে বাস্তবতা মেনে আমাদের ঘর গোছাতে হবে। বিদেশে কাজের সুযোগ তৈরি করতে হলে প্রথমে নিজেদের ভেতরের শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।”