রবিবার, ১৫ জুন ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

উত্তরায় ব্র্যাক ব্যাংকের উপশাখার উদ্বোধন

উত্তরা ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৪ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরে ব্র্যাক ব্যাংক লিমিটেড এর একটি উপশাখার শুভ উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার (৩রা জুন.২০২৫) এএনজে হাইটস, হোল্ডিং নং: ১৩, রোড নং: ১২-এ অবস্থিত এই উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নতুন উপশাখাটি সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদান করবে, যা স্থানীয় ব্যক্তি গ্রাহক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য আরও কার্যকর ও সহজলভ্য হবে। বিশেষ করে এসএমই উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত সেবা দেওয়া হবে।

উপশাখাটিতে যেসব সেবা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে—অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম, ইএফটিএন ও আরটিজিএস এর মাধ্যমে অর্থ স্থানান্তর, রেমিটেন্স গ্রহণ, ইউটিলিটি বিল পরিশোধ, ক্রেডিট ও ডেবিট কার্ড, কনজিউমার লোন, স্টুডেন্ট ফাইল, চেকবুক প্রসেসিং, “আস্থা” অ্যাপ নিবন্ধন, স্কুল ব্যাংকিং এবং সঞ্চয়পত্র সেবা। তবে, এই উপশাখায় বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সেবা প্রদান করা হবে না।

ব্র্যাক ব্যাংক বর্তমানে ১৯১টি শাখা এবং ৮০টি উপশাখার মাধ্যমে সারা দেশে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনা করছে। গ্রাহককেন্দ্রিক মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজির অংশ হিসেবে নতুন এই উপশাখা ব্যাংকের সম্প্রসারণ কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102