রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সোমবার (২ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ ব্যাপক অভিযান পরিচালনা করে ১৮৫০টি মামলা করেছে। অভিযানের সময় মোট ১২৪টি যানবাহন ডাম্পিং করা হয় এবং ৯২টি গাড়ি রেকার হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। এই কার্যক্রম ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ও রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যেমন ওভারস্পিডি, গাড়ি পার্কিং নিয়ম ভঙ্গ, সিগন্যাল অমান্য, অপ্রয়োজনীয় হর্ন বাজানো ইত্যাদি বিষয়গুলো নিয়ে অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপি আরও জানিয়েছে, আইন মানার মাধ্যমে সবাই মিলেই সড়কে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। তদ্ব্যতীত, চলমান অভিযানের মাধ্যমে রাজধানীতে যানজট ও সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জনসাধারণের প্রতি ডিএমপি অনুরোধ করেছে, ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে সবার নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।