মেগাস্টার শাকিব খান ও সাবিলা নূর অভিনীত চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর গান ‘লিচুর বাগানে’ মুক্তির পরপরই ব্যাপক সাড়া ফেলেছে দর্শকমহলে। গতকাল (২রা জুন,২০২৫) চরকি এবং এসভিএফ-এর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তির মাত্র চার ঘণ্টার মধ্যে ইউটিউবে এটি ১ মিলিয়ন ভিউ অতিক্রম করে—যা বাংলা গানের ইতিহাসে উল্লেখযোগ্য অর্জন।
গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। এর কথা লিখেছেন ছত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারি এবং ইনামুল তাহসিন। কোরিওগ্রাফিতে ছিলেন বাবা যাদব ও রুহুল আমিন। গানের দৃশ্যায়নে শাকিব-সাবিলার রোমান্স দর্শকদের মুগ্ধ করেছে। দর্শকদের একাংশ একে ‘ভিজ্যুয়াল ব্লাস্ট’ হিসেবেও অভিহিত করেছেন।
যদিও অনেকে গানটিকে আইটেম গানের সঙ্গে তুলনা করছেন, পরিচালক রায়হান রাফী পরিষ্কারভাবে জানান, এটি কোনো আইটেম গান নয়।
চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হবে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে ঘিরে। এতে শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূরসহ একঝাঁক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী অভিনয় করছেন। বিশেষ চমক হিসেবে থাকছেন অভিনেতা শরিফুল রাজ, যিনি একটি ক্যামিও চরিত্রে হাজির হবেন।
‘তাণ্ডব’ প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, সহ-প্রযোজক হিসেবে রয়েছে চরকি এবং সহযোগী প্রযোজক হিসেবে আছে দীপ্ত।
দর্শকদের ভাষায়—গানে যদি এত তাণ্ডব, তাহলে পুরো সিনেমা কেমন হবে তা দেখার অপেক্ষায় এখন সবাই।