রবিবার, ১৫ জুন ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

শেয়ার কিনছেন উত্তরা ব্যাংকের পরিচালক

উত্তরা ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি-এর একজন পরিচালক শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্য মো. আসিফ রহমান কোম্পানির ১,০০,০০০ (এক লাখ) শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। তিনি ঘোষণার তারিখ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেট অথবা ব্লক মার্কেট থেকে এসব শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।

উল্লেখ্য, কোনো কোম্পানির পরিচালক কর্তৃক শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত সাধারণত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক ভিত ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রতি আস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়। এটি বাজারে বিনিয়োগকারীদের মনোবল বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে।

উত্তরা ব্যাংক পিএলসি দেশের অন্যতম দীর্ঘমেয়াদী বাণিজ্যিক ব্যাংক হিসেবে স্থিতিশীল ব্যবসায়িক নীতিমালা, রেগুলেটরি কমপ্লায়েন্স এবং বিনিয়োগকারীবান্ধব কর্মকৌশলের মাধ্যমে পুঁজিবাজারে সক্রিয় রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102