ঢাকা মহানগর উত্তর শাখায় সমন্বয় কমিটি ঘোষণা করেছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার দলটি এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করে। ঘোষিত ১৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আকরাম হুসাইন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ শিশির।
ঢাকা মহানগর উত্তরকে ৬টি জোনে ভাগ করে সাংগঠনিক কাঠামো সাজিয়েছে এনসিপি। এর মধ্যে উত্তরা জোনের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মাশকুর রাতুলকে।
রাজনৈতিক অঙ্গনে এক দশকেরও বেশি সময় ধরে সক্রিয় মাশকুর রাতুল ছাত্রজীবনে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ছাত্র রাজনীতির পাশাপাশি সামাজিক আন্দোলনেও ছিলেন উল্লেখযোগ্য ভূমিকার অধিকারী। রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, জুলাই আন্দোলন এবং সাম্প্রতিক একদফা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।