জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেন। শুনানি সরাসরি সম্প্রচার করা হয় বিটিভিতে।
শেখ হাসিনার সঙ্গে মামলার আরও দুই আসামি হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদের বিরুদ্ধেও পাঁচটি করে অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশন জানায়, সারা দেশে জুলাই-আগস্টজুড়ে ঘটে যাওয়া গণহত্যার পেছনে শেখ হাসিনার ‘নির্দেশ ও নেতৃত্ব’ ছিল।
এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, বিচার দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে এবং তা ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।
প্রসঙ্গত, সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। বাংলাদেশ সরকার ইতোমধ্যে তার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এ মামলার মধ্য দিয়ে আন্দোলনে নিহত নিরস্ত্র মানুষদের বিচারের পথে বড় পদক্ষেপ নেওয়া হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।