বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

আলোচনায় বিসিবির নতুন সভাপতি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিসিবির সভাপতির পদ ছাড়তে পারেন ফারুক আহমেদ। কেননা ৫ই আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পাশাপাশি পরিবর্তন আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। বিসিবির সভাপতি পদে প্রায় এক যুগ রাজত্ব করেছেন নাজমুল হাসান পাপন। এরপর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয় ফারুক আহমেদ। কিন্তু এরপর থেকেই সভাপতির পদ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে।

গতকাল বুধবার (২৮শে মে,২০২৫) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে দেখা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেই সাক্ষাতে বিসিবির শীর্ষ পদগুলোতে পরিবর্তন আনতে চান তারা। তবে আলোচনার বিষয়বস্তু সুস্পষ্ট জানাননি বিসিবি সভাপতি।

তবে আইসিসির নীতিমালানুযায়ী, দেশের ক্রিকেট বোর্ডের সরকার বা কোন রাজনৈতিক কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কেননা, এর আগে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড রাজনৈতিক হস্তক্ষেপের কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। তাই ফারুক আহমেদ নিজে থেকে পদত্যাগ না করলে জোরপূর্বক হস্তক্ষেপ হলে আইসিসির নিষেধাজ্ঞার জালে আটকা পড়তে পারে বিসিবিও।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102