পিলখানার ট্র্যাজেডি হত্যাকান্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় ৮৭ জন বিডিআরের জামিন শুনানি শেষ হয়েছে। তবে আদেশ জারি পরে হবে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২৯শে মে, ২০২৫) বেলা ১১টার দিকে ঢাকার কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে এ শুনানি হয়।
আসামি পক্ষের আইনজীবীরা জানান, এ ঘটনার সাথে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে সাজাভোগ সম্পন্ন ও খালাসপ্রাপ্তদের জন্য জামিনের আবেদন করা হয়েছে।
এখন পর্যন্ত এই মামলায় ২১৮ জন জামিনে মুক্তি পেয়েছেন এবং ২৮৭ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে আজ শুনানি শেষে মামলার সাক্ষী অবসরপ্রাপ্ত মেজর জায়েদী আহসান হাবিবের সাক্ষ্যের ওপর অবশিষ্ট জেরা ও অবসরপ্রাপ্ত মেজর ইসতিয়াক আহমেদ খানের সাক্ষ্যগ্রহণ হয়েছে।