ডিসেম্বরে নির্বাচন না হলে এদেশের তরুণরাই এর জবাব দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির অঙ্গসংগঠন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না।
আজ বৃহস্পতিবার (২৯শে মে, ২০২৫) বিএনপির কার্যালয়ে সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আশিক চৌধুরীকে নিয়ে বিনিয়োগের কথা জনগণ বুঝে গেছে। তাই দেশে বিনিয়োগ আনতে গেলে নির্বাচন ছাড়া গতি নেই।
এসময় তিনি ২৮শে মে’র তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে নগরবাসী যে দুর্ভোগে ভুগছেন তার জন্য দুঃখও প্রকাশ করেন।
এদিকে চট্টগ্রামে নারীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে উপস্থিত নেতাকর্মীরা বলেন, ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি না করে উন্মুক্ত ভাবে গণতান্ত্রিক রাজনীতি করা উচিত। শিবিরের এ মুনাফিকি রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বর্তমান সরকার দখলদারিত্বের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে।