বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

সড়ক নিরাপত্তায় বাজেটের ১৫ শতাংশ বরাদ্দ বাস্তবায়নের দাবি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৮ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

২০২৫-২৬ অর্থ বছরে সড়ক ও পরিবহন খাতে মোট বরাদ্দের ১৫ শতাংশ সড়ক নিরাপত্তায় অবকাঠামো, গবেষণা, পথচারীদের নিরাপত্তা বৃদ্ধি, সড়ক ব্যবহারে প্রশিক্ষণ ও সচেতনমূলক প্রচারণা এবং ট্রাফিক আইন বাস্তবায়ন সংক্রান্তে ব্যয় করার দাবি জানিয়েছন রোড সেফটি ফাউন্ডেশন।

বুধবার (২৮শে মে,২০২৫) এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের কর্তৃপক্ষরা জানান, জনগণকে সড়ক নিরাপত্তায় সচেতন, সড়ক ব্যবহারকারীদের প্রশিক্ষণ, ট্রাফিক আইন বাস্তাবায়ন করা জরুরি। কিন্তু পর্যাপ্ত পরিমান বাজেট না থাকায় এসব কার্যক্রম স্থগিত রয়েছে। তারা আরও বলেন সরকার কোটি কোটি টাকা ব্যয় করে সড়ক নির্মাণ করেছে। কিন্তু নিরাপত্তা কার্যক্রমের জন্য পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছে না। অথচ প্রতিবছর সড়ক দুর্ঘটনায়  নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির পরিবারের ব্যাপক সংখ্যক শিশু, কিশোর এবং কর্মক্ষম মানুষ নিহত হচ্ছে, আহত হয়ে পঙ্গুত্ববরণ করছে, যা দেশের আর্থ-সামাজিক সংকটকে তীব্রতর করছে। এ বিষয়টি জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা জরুরি।

এই প্রেক্ষাপটে আগামী সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় বাজেটে সড়ক পরিবহন খাতে মোট বরাদ্দের ১৫ শতাংশ সড়ক নিরাপত্তায় বরাদ্দের জন্য দাবি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102