বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার-৪

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

কুষ্টিয়াতে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ ৪ জন গ্রেফতার। মঙ্গলবার (২৭শে মে,২০২৫) ভোর ৫টার দিকে সেনাবাহিনী সুষ্ঠু অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভূক্ত সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেফতার করা হয়।

কুষ্টিয়াতে সেনাবাহিনীর অভিযান

সেনাবাহিনীর ফেসবুক ভেরিফাইড  পেজে সন্ধার সাড়ে ৬টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে  শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের সূত্রানুযায়ী বাকি দুজন শ্যুটার আরাফাত এবং শরীফকে রাজধানীর হাতিরঝিল এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের থেকে ৫টি বিদেশী পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড অ্যামোনিশন এবং ১টি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়।

আসামিদের থেকে উদ্ধারকৃত অস্ত্র

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃত নামে বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম সংক্রান্ত মামলা রয়েছে। তারা সেভেন স্টার সন্ত্রাসী দলের নেতা এবং “তালিকাভূক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীদের’’ মধ্যে অন্যতম।

জননিরাপত্তা নিশ্চিত করণ ও আইনশৃংখলা রক্ষায় যেকোন ধরণের অপরাধমূলক কার্যক্রম এর তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102