স্বাস্থ্য সচেতন অনেকেই জানেন, শরীর সুস্থ রাখতে ভিটামিন ও পুষ্টির সঠিক মাত্রা কতটা জরুরি। কিন্তু শরীরে কোনও বিশেষ পুষ্টির ঘাটতি হচ্ছে কি না, তা হটাৎ করে বোঝা যায় না। তবে কিছু নির্দিষ্ট উপসর্গের মাধ্যমে এই ঘাটতির ইঙ্গিত পাওয়া যেতে পারে। চলুন, জেনে নিই শরীরে ওমেগা থ্রি এর অভাব হলে যেসব লক্ষণ দেখা যায়।
ত্বক ও চুলের সমস্যা
ওমেগা থ্রি-এর ঘাটতিতে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, চামড়া উঠতে পারে, মাথায় খুশকির প্রবণতা বাড়ে এবং চুল রুক্ষ্ম ও প্রাণহীন হয়ে পড়ে।গাঁটে ব্যথা
এটি একটি প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। ফলে এর অভাবে অস্থিসন্ধিতে ব্যথা বা অস্বস্তি দেখা দিতে পারে।
মনের উপর প্রভাব
ওমেগা থ্রি মস্তিষ্কের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এর ঘাটতি হতাশা, উদ্বেগ, বা অল্প কারণেই মেজাজ খারাপ হওয়ার মতো সমস্যার জন্ম দিতে পারে।
ক্লান্তি ও কর্মক্ষমতায় হ্রাস
এই পুষ্টি উপাদান কোষের শক্তি উৎপাদনে সাহায্য করে। এর অভাবে সহজেই ক্লান্তি ভর করতে পারে এবং কাজের প্রতি আগ্রহ কমে যেতে পারে।স্মৃতিশক্তি ও মনোযোগে সমস্যা
মনোযোগের ঘাটতি, স্মৃতিভ্রংশ, এমনকি ব্রেন ফগের মতো সমস্যার কারণ হতে পারে ওমেগা থ্রি-এর ঘাটতি।
চোখের সমস্যা
চোখে শুষ্কতা, চুলকানি বা দেখতে সমস্যা হতে পারে। এই লক্ষণগুলো ‘ড্রাই আই’ সমস্যার দিকে ইঙ্গিত দেয়, যার পেছনেও থাকতে পারে ওমেগা থ্রি-এর ঘাটতি।হৃদযন্ত্রের অনিয়ম
এই ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্রকে সুরক্ষা দেয়। এর ঘাটতিতে অনিয়মিত হৃদস্পন্দন, ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে।