রবিবার, ১৫ জুন ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

বিজিএমইএ নির্বাচনে সম্মেলিত পরিষদের ১২ দফা ইশতেহার

তমাল ফরাজী
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীতে বিজিএমইএ ২০২৫-২৭ নির্বাচন উপলক্ষে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬শে মে,২০২৫) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়। যেখানে চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্যানেল নেতা এমডি আবুল কালামের নেতৃত্বে ব্যালট নম্বর ৩৬ থেকে ৭০ পর্যন্ত প্রার্থীরা ১২ দফা নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।

বিজিএমইএ ২০২৫-২৭ নির্বাচন উপলক্ষে প্রার্থী পরিচিতি | ছবি: উত্তরা নিউজ

প্রধান ইশতেহারগুলোর মধ্যে রয়েছে, এসএমই সহায়তা সেল ও নীতিগত সহায়তা, বিদ্যুৎ-জ্বালানি নিরাপত্তা ও বিকল্প প্রণোদনা প্যাকেজ, ইন্ডাস্ট্রি ৪.০ এর জন্য তৈরি পোশাক খাতের, কর্মীবাহিনী: মধ্য-পর্যায়ের ব্যবস্থাপকদের দক্ষতা উন্নয়ন, অর্থায়ন সহজীকরণ: গ্রীন ফান্ডিং ডেস্ক ও ব্যাংকিং সহায়তা ডেস্ক, বাজার ও পণ্যের বৈচিত্র্যকরণ: প্রচলিত দেশের বাইরেও বাংলাদেশের রপ্তানি বাড়ানো, LDC পরবর্তী প্রতিযোগিতা সক্ষমতা ও ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালীকরণের জন্য বিকল্প রাণাদনা নীতি,বাণিজ্য সহায়তা ও এনবিআর সংস্কার এন্ড সুবিধা, ড্যাট সরলীকরণ ও নিয়ন্ত্রক সহজীকরণ, রপ্তানি সহায়তায় ওয়ান-স্টপ সাপোর্ট সেল, নীতিনির্ধারণ বুদ্ধিমত্তা সেল ও ডিজিটাল রূপান্তর সেন্টার, সামাজিক নীতিপালন উন্নয়ন কর্মসূচি ইউনিফাইড কোড অব কনডাক্ট বাস্তবায়ন, ব্যবসায়িক সম্ভাবনার সাথে পরিবেশবান্ধব শিল্পায়নের সবুজ রূপান্তর: সার্কুলারিটি, নবায়নযোগ্য জ্বালানি, ডিকার্বোনাইজেশন ও প্রতিযোগিতামূলক শ্রেষ্ঠত্ব, ‘MADE IN BANGLADESH- প্রিমিয়াম এডিশন’: বৈশ্বিক বাজারে বাংলাদেশের নতুন অবস্থান ও পরিচিতি, অ্যাপারেল ডিপ্লোমেসি ও দায়িত্বশীল এক্সিট পলিসি।

অনুষ্ঠানে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বিসিআইসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। এছাড়াও উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি এস.এম. ফজলুল হক, কুতুবুদ্দিন আহমেদ ও ফারুক হাসান ও নির্বাচনী বোর্ডের অন্যান্য সদস্যরা।

প্রসঙ্গত, ২৪-২৬ মে পর্যন্ত তিন দিনব্যাপী বিজিএমইএ ঢাকা অঞ্চলের প্রার্থী পরিচিতি সভার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102