শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

বিজিএমইএ নির্বাচন: ফোরামের ইশতেহারে ১৪ প্রতিশ্রুতি

তমাল ফরাজী
  • আপডেট টাইম: সোমবার, ২৬ মে, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ ২০২৫-২৭ নির্বাচনে শ্রমিক ও শিল্পের নিরাপত্তা নিশ্চিত, নতুন বাজার সম্প্রসারণ ও পণ্য বহুমুখীকরণ এবং পোশাকশিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠাসহ ১৪ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে নির্বাচনী জোট ফোরাম।

গত শনিবার (২৪ মে) সন্ধ্যায় উত্তরার বিজিএমইএ ভবনে আয়োজিত এক পরিচিতি সভায় ফোরামের পক্ষ থেকে ভোটারদের উদ্দেশ্যে এসব ইশতেহার ঘোষণা করেন ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান (বাবু)। ইশতেহারে পোশাকশিল্পের উন্নয়ন, শ্রমিক কল্যাণ ও শিল্পমালিকদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে একগুচ্ছ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন বক্তারা।

ফোরামের নির্বাচনী ইশতেহারগুলোর মধ্যে রয়েছে, ভবিষ্যতে BUFT কে বিজিএমইএ এর অন্তর্ভুক্তকরণ, বৈশ্বিক ট্যারিফ যুদ্ধ মোকাবেলা, এসএমই ও নন বন্ডেড শিল্পকে সহায়তা, কাস্টমস্ ও ভ্যাট বিষয়ক নীতিগত সংস্কার, এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী করণীয়, প্রযুক্তি, উৎপাদনশীলতা ও সাসটেইনেবিলিটি, ব্যাংক ও আইনি সহায়তা, জোনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট, এক্সিট পলিসি এবং রুগ্ন শিল্প ব্যবস্থাপনা, B2C প্ল্যাটফর্ম তৈরি, মালিক কল্যাণ তহবিল গঠনের মতো ১৪টি প্রতিশ্রুতি। এ সময় ফোরামের ১-৩৫ নম্বর ব্যালটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।

নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফোরামের প্রধান সমন্বয়ক জনাব ফয়সাল সামাদ, সভাপতি জনাব এম এ সালাম এবং মহাসচিব ডঃ রশিদ আহমেদ হোসাইনী প্রমুখ। এ সময় বক্তারা নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেলে তারা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ) সহ ফোরামের শীর্ষস্থানীয় নেতারা।

অনুষ্ঠানের শেষ ভাগে ভিডিও বার্তা প্রদান করেন বিজিএমইএ এর সাবেক সভাপতি ড. রুবানা হক।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102