সৌদিবাসীকে জিলহজ্ব মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। রবিবার (২৫শে মে,২০২৫) আরবের সকল ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি এ আহ্বান জানিয়েছেন। সৌদি সুপ্রিম কোর্ট আরও বলেছেন, যে বা যারা চাঁদের দেখা পাবেন তারা যেন নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য দেন।
২৫শে মে জিও নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চাঁদ দেখাকে কেন্দ্র করেই নির্ধারণ হবে কবে শুরু হবে পবিত্র জিলহজ্ব মাস, যার মধ্যে পালিত হয় হজ ও ঈদুল আযহা। উল্লেখ্য, সৌদির ক্যালেন্ডার অনুযায়ী, এ বছরে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত। তবে যদি ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং জিলহজ মাস শুরু হবে বৃহস্পতিবার, ২৯ মে থেকে। ফলে ঈদুল আজহার তারিখ একদিন পিছিয়ে যাবে এবং তা পালিত হবে শনিবার, ৭ জুন। একইসঙ্গে হজের দিন তারিখও একদিন পিছিয়ে যাবে।