গাজীপুর মহানগরে জুয়েল তালুকদার (৪২) নামে এক দিনমুজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আব্দুল হক নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি রবিবার (২৫শে মে,২০২৫) মহানগরীর কোনাবাড়ী থানার পারিজাত আমতলা এলাকায় ঘটেছে। নিহত ব্যক্তি নেত্রকোনার কেন্দুয়া থানার কালিমুদ্দিনের ছেলে এবং গাজীপুরের কোনাবাড়ী এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন।
তথ্যটি নিশ্চিত করেছেন কোনাবাড়ী মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন।
ওসি মোঃ সালাউদ্দিন জনান, ফোন চুরির সন্দেহে একদল লোক জুয়েল তালুকদারকে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আর এ ঘটনায় আহত ব্যক্তিকে হিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।