নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সদর এলাকার হাক্কানি হাউজিং সোসাইটির বহুল আলোচিত দশতলা ভবন “এফ কে এস মউহার”-এর নকশা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। হাইকোর্ট ২২ মে ২০২৫ চূড়ান্ত আদেশে রাজউক ও গাজউককে ভবনটি ৬ মাসের মধ্যে অনুমোদিত নকশা অনুযায়ী সংশোধনের নির্দেশ দেন।
রিট মামলার পিটিশনার মনোয়ারা বেগম অভিযোগ করেন, ডেভেলপার “জেসমিন বিল্ডার্স” নকশা লঙ্ঘনসহ নানা অনিয়ম করেছে, যার ফলে বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আদালতের নথিপত্র অনুযায়ী, ভবনের জরুরি প্রস্থান পথ, সিঁড়ির সংখ্যা ও আয়তন, সীমানা প্রাচীরসহ একাধিক বিষয়ে গুরুতর লঙ্ঘন রয়েছে।আদালত নির্দেশ দেয়, ভবন সংস্কারের সময় যদি বাসিন্দাদের সরে যেতে হয়, তবে ডেভেলপারকে উপযুক্ত ভাড়া দিতে হবে।
মনোয়ারা বেগম জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ডেভেলপাররা হয়রানি করেছে, এমনকি তার ছেলেকেও মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়।তিনি বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তথ্যসূত্র: আদালতের নথিপত্র, পিটিশনার ও তার আইনজীবীরা।