আবারও কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জের দুই আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২২শে মে, ২০২৫) কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ কোর্টের কোর্ট কারাগারে রাখা হয়।
২০২৪ সালের সিংগাইরের গোবিন্দলের চারজন হত্যা মামলার আসামি হিসেবে তাকে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয়।
এর আগে গত ১৩ই মে মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে একই সাথে আসামির পক্ষের আইনজীবীরা সেই রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামির জামিন না মঞ্জুর করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলাসূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ১৯ শে জুলাই মিরপুর-১০ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় মোঃ সাগর। ওই দিন বিকেলে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলি চালায়। এসময় একটি গুলি সাগরের শরীর ভেদ করে বেরিয়ে যায়। মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা মোছাঃ বিউটি আক্তার বাদি হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এতে স্বৈরাচার হাসিনাসহ ২৪৩ জন ও ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলার ৪৯নং এজহারনামীয় আসামি ছিলএন মমতাজ বেগম।
উল্লেখ্য, তাকে গত সোমবার (১২ই মে,২০২৫) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়।