-ইয়াহইয়া খান, বাবুবাজার
উত্তর : কাপড় রং করার জন্য দেওয়ার পর স্বাভাবিকভাবে যে ক্ষতি হয়ে থাকে, এর জন্য রংকারী থেকে ক্ষতিপূরণ নিতে পারবে না। তবে রংকারীর অবহেলার কারণে কাপড় নষ্ট হলে ক্ষতিপূরণ দিতে পারবে।প্রশ্নে বর্ণিত ক্ষতিপূরণ নেওয়ার প্রচলিত পদ্ধতি যদি কাপড়ের মালিক ও রংকারীর পরস্পর সন্তুষ্টিক্রমে হয় তাহলে বৈধ হবে। (রদ্দুল মুহতার : ৬/৬৫, হিন্দিয়া : ৪/৫০০, মাহমুদিয়া : ১২/৩৬৪)।