শনিবার, ১৪ জুন ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

ফরকাস্ট টিজারে তাণ্ডবের ভূমিকম্প

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৮ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

প্রিয়তমা, তুফান, দরদ ও বরবাদের মতো একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন মেগাস্টার শাকিব খান। এবার আসন্ন ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত সিনেমা ‘তাণ্ডব’।  আজ রবিবার (১৮ই মে,২০২৫) সিনেমাটির ফার্স্ট ফোরকাস্ট টিজার প্রকাশ পেয়েছে। 

নির্মাতা রায়হান রাফি তার ফেসবুকে তাণ্ডবের টিজারটি শেয়ার করেন। অন্যদিকে শাকিব খান তিনি ফেসবুকে একটি ক্যাপশনে, ‘সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন! এখানে রয়েছে বহু প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এর পূর্বাভাস!’ লিখে টিজারটি শেয়ার করেন। তিনি আরও লিখেছেন, এই ঈদুল আযহায় সবাইকে নিজ এলাকার প্রেক্ষাগৃহে অবস্থান নিতে বলা হয়েছে। তাণ্ডব আসছে……….

টিজারে মুখোশ পড়া একদল মানুষ একটি ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে।  এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের। পেছন থেকে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি একটি বার্তা ভেসে আসে, যেখানে বলা হয় তাণ্ডব আসছে এবং সকলকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়। টিজারেরে শেষ পর্যায়ে মুখোশ থেকে বেরিয়ে আসেন মুখোশধারী গ্যাংয়ের প্রধান শাকিব খান। এখানে জয়া আহসানকেও এক ঝলক দেখা যায় শাকিব খানের দিকে বন্দুক তাক করে রাখতে।

টানটান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। টিজার দেখে শাকিব ভক্তদের উন্মাদনা যেন চোখে পড়ার মতো।

‘তাণ্ডব’ সিনেমাটি একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে সামনের দিকে এগিয়ে যাবে। সিনেমাটি  আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজনায় যৌথভাবে  চিত্রনাট্য করেছেন রায়হান রাফির ও আদনান আদিব খান। সিনেমাতে অভিনেতা শরিফুল রাজের ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রও দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102