বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

ফের চালু হচ্ছে নভোএয়ারের ফ্লাইট, ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
আগামী ২১ মে থেকে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করার ঘোষণা দিয়েছে নভোএয়ার। ইতিমধ্যে টিকেটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।বৃহস্পতিবার (১৫ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক  মফিজুর রহমান।নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আগামী বুধবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছি।ব্যবসায়ীক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল। সাময়িক বিরতিকালে আমরা সম্মানিত যাত্রী ও শুভানুধ্যায়ীদের অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।’তিনি আরো বলেন, ‘উন্নত যাত্রীসেবায় আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপদ ভ্রমণ সেবা প্রদানই আমাদের অগ্রাধিকার। আমরা সবাইকে আবার স্বাগত জানাতে প্রস্তুত।তিনি জানান, টিকেটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের অফারটি পেতে নভোএয়ার এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে VQWEBAPP লিখে টিকেট ক্রয় করতে হবে।যাত্রীরা আজ থেকেই নভোএয়ার-এর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, নভোএয়ার সেলস অফিস অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন।এর আগে গত ২ মে থেকে নভোএয়ারের ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ ছিল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102