সাকিবের দুই বছর পর আইসিসি’র মাসসেরা মিরাজ
অনলাইন ডেস্ক রিপোর্ট
-
আপডেট টাইম:
বুধবার, ১৪ মে, ২০২৫
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্স করেছেন মেহেদী হাসান মিরাজ। এবার দুই টেস্টে দারুণ খেলার পুরস্কারও পেয়ে গেলেন তিনি। আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থের লড়াইয়ে এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সেরা হওয়ার লড়াইয়ে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স ছিলেন মিরাজের প্রতিপক্ষ।গেলো মাসে বেন সিয়ার্স দুই ওয়ানডে খেলে পেয়েছিলেন ১০ উইকেট। অন্যদিকে মুজারাবানি বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে একাই ৯ উইকেট তুলে তাক লাগিয়ে দিয়েছিলেন স্বাগতিকদের। তবে দুই টেস্টে ৩ ইনিংসে এক সেঞ্চুরিসহ মোট ১১৬ রান করেন মিরাজ। এছাড়া, বল হাতে তুলে নেন সর্বোচ্চ ১৫ উইকেট।এতেই মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারটা উঠে মিরাজের ঝুলিতে। পুরস্কার জিতে মিরাজ বলেন, ‘আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা বিশেষ সম্মানের। যেকোন ক্রিকেটারের মতোই বৈশ্বিক ভোটে আইসিসির পুরস্কার জেতা আমার কাছে অনেক বড় ব্যপার।’ বুধবার (১৪ মে) প্রকাশিত জয়ীর তালিকায় ২০২৩ সালের মার্চ মাসে সাকিব আল হাসানের পর প্রথম এই প্রথম দেখা যায় বাংলাদেশি কোন খেলোয়াড়ের নাম।এছাড়া সাকিব (দুই বার) ও সোহাগ গাজীর পর তৃতীয় খেলোয়াড় হিসেবে মিরাজ পেলেন এই সম্মাননা। এদিকে, নারী ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে মাসসেরার পুরস্কার জিতেছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..