রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

বুধবার পর্যন্ত মুলতবি জামায়াতের আপিল শুনানি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সংগঠনের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১৩ই মে,২০২৫) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির বেঞ্চ এ রায় দেন।

ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেনের সহযোগীতায় জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। 

এর আগে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ গত বুধবারে (৭ই মে,২০২৫) এ দিন ধার্য করেছিলেন।  ওইদিন আদালতে জামায়াতের নিবন্ধন মামলা দ্রুত শুনানির জন্য আবেদন জানান আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। এরপর আর শুনানি হয়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102