আসন্ন ঈদুল আযহায় ঘরমুখো মানুষের সুবিধার্থে ১০টি বিশেষ ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। সোমবার (১২ই মে,২০২৫) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সভায় এ তথ্য জানান তিনি। তিনি আরও বলেন, ১০ টি বিশেষ ট্রেন চলার পাশাপাশি নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলোও আগের মতোই চলবে।
শিডিউল অনুযায়ী, যাত্রীবাহী চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচল করবে। তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪ চলবে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬ চলবে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮ চলবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে। পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলাচল করবে।