শনিবার, ১০ মে ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কোন তালবাহানা নয়, আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির বন্ধনে একতাবদ্ধ হওয়ার ডাক পার্বত্য উপদেষ্টার ১৫ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরলেন হানিফ এন্টারপ্রাইজের মালিক ভারতের হামলার প্রতিক্রিয়ায় কড়া জবাব দিচ্ছে পাকিস্তান আওয়ামীলীগ নিষিদ্ধে তিন দফা দাবিসহ হাসনাতের স্পষ্ট বিবৃতি ঠাকুরগাঁওয়ে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই পাকিস্তান সেনাপ্রধানের কাছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন দোসরদের দেশ ত্যাগের সুযোগ দিচ্ছে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রামপুরা ব্লকেড ঝিনাইদহ-যশোর মহাসড়ক : ধীরগতিতে চলছে ৬ লেনের কাজ

ঝিনাইদহ-যশোর মহাসড়ক : ধীরগতিতে চলছে ৬ লেনের কাজ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩ বার পঠিত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য ২০২০ সালে ঝিনাইদহ-যশোর মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের উদ্যোগ নেয় সরকার। ২০২১ সালের জানুয়ারিতে প্রকল্পটির কাজ শুরু করা হয়। তবে প্রকল্প শুরুর চার বছরের অধিক সময় পেরিয়ে গেলেও কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ওভারপাস, সেতু-কালভার্ট নির্মাণের কাজ শুরু হলেও সড়কের আকার বাড়ানো, বালু ও মাটি ভরাটের কাজ শুরু হয়নি এখন পর্যন্ত।সংশ্লিষ্টদের দাবি, জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় মহাসড়কের উন্নয়নকাজে ধীরগতি দেখা দিয়েছে।

এদিকে মহাসড়কটি ছয় লেনে উন্নয়নের জন্য ঝিনাইদহ-যশোর সড়কে দীর্ঘদিন ধরে কোনো সংস্কারকাজ করা হয়নি। সড়কের বিভিন্ন অংশে ইটের সলিং বসিয়ে যানবাহন চলাচলের জন্য সাময়িক ব্যবস্থা করা হয়েছে।জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় উইকেয়ার ফেজ-১-এর আওতায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে সাড়ে ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার ছয় লেন সড়ক উন্নয়ন প্রকল্পটির (এন-৭) অনুমোদন দেওয়া হয়।২০২১ সালের ১ জানুয়ারি প্রকল্পের মেয়াদ শুরু হয়। এর মধ্যে প্রকল্পের মেয়াদ একবার বাড়িয়ে দেয় সরকার। ২০২৬ সালের ৩০ জুন প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে সার্বিক অগ্রগতির চিত্র দেখে প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।
কিলোমিটার সড়ক। দ্বিতীয় লটে মাহাতাব উদ্দিন কলেজ থেকে যশোরের মুরাদগড় পর্যন্ত ১৫ দশমিক ৮ কিলোমিটার। মুরাদগড় থেকে যশোরের চাঁচড়া পর্যন্ত তৃতীয় লটে রয়েছে।এর মধ্যে প্রথম লটে ২টি ভেহিকুলার ওভারপাস, ২২টি কালভার্ট ও ২টি সেতু রয়েছে।ইতিমধ্যে দুইটি ওভারপাস, একটি সেতু ও আটটি কালভার্টের কাজ শুরু করা হয়েছে।সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার বিষয়খালী, চটুলিয়া ও ধোপাঘাটা এলাকায় গার্ডার ও পিলার নির্মাণের কাজ চলছে পুরোদমে। সেই সঙ্গে হামদহ বাইপাস এলাকার ওভারপাসের গার্ডার নির্মাণের কাজ চলছে। চটুলিয়া মোড় এলাকায় লোড টেস্ট সম্পন্ন করা হয়েছে।উইকেয়ার ঝিনাইদহ অংশের উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মো. মিলন আলী বলেন, ‘এখন সড়কের প্রধান অংশের কাজের জন্য জমি অধিগ্রহণ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। প্রথম লটের কাজের জন্য নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। জমি অধিগ্রহণের দায়িত্ব জেলা প্রশাসনের। জেলা প্রশাসনের দায়িত্বরতরা জমি অধিগ্রহণের কাজ শুরু করেছেন।ঝিনাইদহ ভূমি অধিগ্রহণ কর্মকর্তার প্রধান সহকারী মোহাম্মদ আলাউদ্দীন বলেন, ‘সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বরতরা তাদের প্রতিবেদন জমা দিতে দেরি করেছে। তবে ভূমি অধিগ্রহণকাজের বেশ আগ্রগতি হয়েছে। খুব দ্রুতই জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করা হবে।সদর উপজেলার বিষয়খালী এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, ‘রাস্তার উন্নয়নকাজ কয়েক বছর ধরেই চলছে। অনেক জায়গায় রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। আমাদের চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। তাই এই রাস্তার কাজ দ্রুত শেষ হওয়া দরকার।সড়ক ও জনপথ বিভাগ ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, ‘সড়কটি প্রকল্পের অধীনে হস্তান্তর করা হয়েছে। ফলে সড়কটি মেরামত ও যানবাহন চলাচলের উপযোগী করে রাখার দায়িত্ব উইকেয়ার কর্তৃপক্ষের।এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল কালের কণ্ঠকে বলেন, ‘জমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে। ফাইল চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি, খুব দ্রুতই প্রকল্পের আওতাধীন জমির মালিকেরা তাদের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102