গুগল ম্যাপে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গালফ অফ মেক্সিকোকে ‘গালফ অফ আমেরিকা’ নাম দেখানোর ঘটনায় প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে মেক্সিকো। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম।তিনি জানান, বিষয়টি নিয়ে একাধিকবার গুগলকে অনুরোধ করা হলেও তারা তা উপেক্ষা করেছে। তবে এই মামলা কোথায় দায়ের করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি প্রেসিডেন্ট।এ বিষয়ে গুগল বিবিসির মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।এদিকে, বৃহস্পতিবার রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ফেডারেল এজেন্সিগুলোর জন্য উপসাগরটির নাম ‘গালফ অফ আমেরিকা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব পাস করেছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।