শনিবার, ১০ মে ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

যে কারণে গুগলের বিরুদ্ধে মামলা মেক্সিকোর

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ১০ মে, ২০২৫
  • ২ বার পঠিত

গুগল ম্যাপে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গালফ অফ মেক্সিকোকে ‘গালফ অফ আমেরিকা’ নাম দেখানোর ঘটনায় প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে মেক্সিকো। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম।তিনি জানান, বিষয়টি নিয়ে একাধিকবার গুগলকে অনুরোধ করা হলেও তারা তা উপেক্ষা করেছে। তবে এই মামলা কোথায় দায়ের করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি প্রেসিডেন্ট।এ বিষয়ে গুগল বিবিসির মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।এদিকে, বৃহস্পতিবার রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ফেডারেল এজেন্সিগুলোর জন্য উপসাগরটির নাম ‘গালফ অফ আমেরিকা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব পাস করেছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

ট্রাম্প বলেছিলেন, ‘এখানে কাজের বেশির ভাগটাই আমরাই করি, এটি আমাদেরই।’ তবে প্রেসিডেন্ট শেইনবামের সরকারের দাবি, ট্রাম্পের ওই আদেশ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অংশেই প্রযোজ্য।তিনি বলেন, ‘আমরা চাই, যুক্তরাষ্ট্র সরকারের যে নির্দেশনা রয়েছে তা শুধুমাত্র তাদের এলাকায়ই কার্যকর থাকুক। পুরো উপসাগরের নাম পরিবর্তনের অধিকার যুক্তরাষ্ট্রের নেই।চলতি বছরের জানুয়ারিতে শেইনবাম গুগলকে একটি চিঠিতে অনুরোধ করেন যেন গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন না করা হয়।পরের মাসে তিনি আইনি পদক্ষেপের হুমকি দেন।গুগল তখন জানিয়েছিল, সরকারিভাবে নাম পরিবর্তনের তথ্য পেলেই তারা সেসব অনুযায়ী মানচিত্র হালনাগাদ করে থাকে। তাদের মতে, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কিউবা দ্বারা বেষ্টিত এই উপসাগরের নাম মেক্সিকান ব্যবহারকারীদের জন্য অপরিবর্তিতই থাকবে। আর বিশ্বব্যাপী ব্যবহারকারীরা ‘গাল্ফ অফ আমেরিকা’ নাম দেখতে পাবেন।

এদিকে, ‘গালফ অফ আমেরিকা’ নাম ব্যবহার করতে অস্বীকৃতি জানানোয় অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সংস্থার সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্কের অবনতি ঘটে।এক পর্যায়ে এপিকে কিছু সরকারি আয়োজনে প্রবেশাধিকার থেকেও বঞ্চিত করা হয়। পরে একটি ফেডারেল আদালত হোয়াইট হাউসকে এপি-কে বাদ দেওয়া বন্ধ করার নির্দেশ দেয়।এ ছাড়া, সম্প্রতি ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সৌদি আরব সফরের সময় তিনি পারস্য উপসাগরের নাম ‘আরব উপসাগর’ বা ‘গালফ অফ আরাবিয়া’ হিসেবে পরিবর্তনের প্রস্তাব দিতে পারেন। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ‘এটি যদি সত্য হয় তবে তা শুধু ভ্রান্ত তথ্যপ্রচারের অংশ নয়, বরং সকল ইরানির রোষানলের কারণ হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102