সরকার দোসরদের দেশ ত্যাগের সুযোগ দিচ্ছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের নয়। এই দেশটা জনগণের। সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করতে না পারে।তিনি বলেন, গত ৫ আগস্ট যেভাবে শেখ হাসিনা পালিয়ে গেছেন- সেভাবেই পালিয়েছেন আবদুল হামিদ।গতকাল বিকালে রাজধানীর খামারবাড়িতে ‘বাংলাদেশ খ্রিস্টান ফোরাম’ আয়োজিত ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খ্রিস্টান ফোরামের সভাপতি অ্যাডভোকেট জন গমেজের সভাপতিত্বে ও মহাসচিব অনিল লিও কস্তার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।