গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।রবিবার (৪ মে) রাত সাড়ে ১০টায় শহরের কলেজ রোড এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।এসময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ শাখার সংগঠক তানজীমুল ইসলাম, আতাউর রহমান, মোস্তফা খন্দকারসহ আরো অনেকে।সমাবেশে আহমেদুর রহমান তনু বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।এর সুষ্ঠু বিচার না হলে আমরা আরো বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করব। যদি আবারও কোনো হামলা হয় তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব।