বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নির্বাচনী পোস্টার না সরালে আমরা কঠোর হব : সিইসি বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার আড়াইটায় প্রধান উপদেষ্টার ভাষণ, কথা বলবেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন আপনার স্ত্রী কয়টা—সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারাকে ট্রাম্পের প্রশ্ন বোয়িংয়ের বিমান দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ আ. লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট : নাসীরুদ্দীন ফেনীতে রেললাইন ও সড়ক অবরোধের নাশকতা প্রতিহত নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস আটক বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বিশ্ববিখ্যাত আইসক্রিম ব্র্যান্ড ‘বাস্কিন-রবিনস’

নারীদের প্রতি বিদ্বেষ বাড়ছে : বাঁধন

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ৪ মে, ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জুলাই বিপ্লবে সরকার পতন আন্দোলনে ব্যাপক সরব ছিলেন অভিনেত্রী। ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমেছিলেন। তবে পট পরিবর্তনের পর অনেকটা নীরব ছিলেন অভিনেত্রী।পাওয়া যায়নি তেমন খোঁজ। সম্প্রতি আড়াল ভেঙেছেন তিনি। আবারও সরব হয়েছেন। অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও সামাজিক মাধ্যমে ভক্তদের সংস্পর্শে থাকছেন বাঁধন।ইউনিক কোনো আইডিয়া পেলে তবেই কাজ করি শনিবার (৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে একটি পোস্ট করেছেন এ অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আমি পুরুষতান্ত্রিক সমাজে আমি বসবাস করি, কিন্তু আমি সেখানে মরতে রাজি নই। আমি এমন পৃথিবী দেখতে চাই না যেখানে অধিকার নির্ধারিত হবে ক্ষমতায় এবং শর্তসাপেক্ষে হবে স্বাধীনতা। আমি এমন ভবিষ্যতে বিশ্বাসী যেখানে প্রতিটা মানুষের কথা বলার অধিকার থাকবে, পছন্দ থাকবে এবং থাকবে নিজেদের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার- যা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই।  সৌদির দাম্মামে জেমসের সুরেলা ঝড়

বাঁধনের এই পোস্টে ওঠে আসে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের প্রতিবন্ধকতার বিষয়টি। বাঁধনের এমন পোস্টের কারণ জানতে দেশের এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয় তার সঙ্গে। যে
কথোপকথনে উঠে আসে বাঁধনের হতাশা ও আক্ষেপের কথা। বাঁধন জানান, এটা শুধু আজকের নয়, তার সব সময়ের উপলব্ধি। এমন সমাজেই বসবাস করে বড় হয়েছেন তিনি। এ ধরনের পরিবারেই তার বেড়ে ওঠা। নিজের পরিবারকেও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার একটা অংশ বলে উল্লেখ করেন বাঁধন। এমনকী তার বাবার বিষয়েও অভিনেত্রীর মতামত একই। নারীদের প্রতি সহিংসতা ও নারী অধিকার নিয়ে বৈষম্য প্রসঙ্গে রাষ্ট্রকেই দায়ী করলেন এ অভিনেত্রী। তার মতে, এ ক্ষেত্রে রাষ্ট্রের দায়টা সবচেয়ে বেশি। রাষ্ট্রের উচিত, সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ দেখানো। এরপর মানুষকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রের সঙ্গে মানুষের সম্পর্কটা সম্পূরক। নারী সংস্কার কমিশনে যে প্রস্তাব রয়েছে, সেগুলোর বেশির ভাগের সঙ্গে একমত রয়েছেন বলেও জানান বাঁধন।নতুন অ্যালবাম ‘প্লে’ নিয়ে আসছেন এড শিরান সোশ্যাল মিডিয়ায় নারী বিদ্বেষ বাড়ছে জানিয়ে বাঁধন জানান, আমরা কোন সমাজব্যবস্থায় বাস করি, সেটার একটা প্রতিপলন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ পায়। মানুষ কী চিন্তা করছে, প্রকাশ্যে বলতে না পেরে অনেকে ফেক আইডি দিয়ে ফেসবুকে লিখছে। মানুষের প্রতি বিদ্বেষ, বিশেষ করে নারীর প্রতি বিদ্বেষ সেটি প্রকাশ করছে। অভিনেত্রী জানান, সোশ্যাল মিডিয়াতে তাকেও অনেকে বাজে ও কুৎসিত মন্তব্য করেন। তবে তিনি সমাজের বাস্তব চিত্র হিসেবে এসব প্রমাণ হিসেবেই রেখে দিতে চান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102