স্বাধীন আরাকান স্টেট করার প্রস্তাব : ঢাকায় অনুষ্ঠিত চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে স্বাধীন আরাকান স্টেট করার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। বৈঠক শেষে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের গতকাল সাংবাদিকদের এ কথা জানান। চীনা কমিউনিস্ট পার্টির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর প্রধান পেং জিউবিনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, আমরা বলেছি রোহিঙ্গাদের খাবার ও আশ্রয় দেওয়া সমাধান না। সমাধান হচ্ছে নিজ ভূমিতে পুনর্বাসন করা।