হেফাজতে ইসলামের মহাসমাবেশ নিয়ে বারিধারা জোনের আহ্বায়ক কমিটি ঘোষণা
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
-
২৬
বার পঠিত
আগামী ৩ মে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফলের লক্ষ্যে হেফাজতে ইসলাম বারিধারা জোনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বারিধারা জোনের প্রধান উপদেষ্টা হাফেজ মুজিবুর রহমানকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২৭ এপ্রিল) বাদ ফজর বারিধারা মাদরাসা মসজিদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জোন সভাপতি মুফতি আমজাদ হোসাইন হেলালীর সভাপতিত্বে ও জোন সেক্রেটারি মাওলানা মনীরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বারিধারা জোনের প্রধান উপদেষ্টা হাফেজ মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আজিজুল হক সরকার, মাওলানা গোলাম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদুল্লাহ কাসেমী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতি মোস্তফা ওয়াদুদ কাসেমী, দপ্তর সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ ইসলামপুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুফতি গোলাম রাজ্জাক কাসেমী, বনানী থানা হেফাজতের সভাপতি মাওলানা মজিবুর রহমান, বনানী থানা হেফাজত সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল্লাহ বিন সালিম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা কারামাতুল্লাহ মাসউদ প্রমুখ।বৈঠকে আগামী ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আগামী মঙ্গলবার বাদ আসর এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ৪ দফা দাবিতে আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
দফা ৪টি হলো—
১. নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন ও সুন্নাহবিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল।
২. সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।
৩. ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলাসহ সকল গণহত্যার বিচার।
৪. ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ করা।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..