বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

ডলারের পতনে সোনার দাম রেকর্ড ছাড়াল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
ডলারের মান আরো কমে যাওয়ায় সোমবার সোনার দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড়ে শেয়ারবাজারের মিশ্র প্রতিক্রিয়া চলমান রয়েছে। এ কারণে বিনিয়োগকারীদের মাঝে উদ্বেগ বাড়ছে।যুক্তরাষ্ট্রের আর্থিক ও বিনিয়োগ বিষয়ক ম্যাগাজিন ব্যারনসের এক প্রতিবেদনে বলা হয়, ইস্টার সানডে ছুটির কারণে এখনো কিছু বাজার বন্ধ থাকায় বাণিজ্য সীমিত ছিল।তবে এই সপ্তাহেই কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশিত হওয়ার কথা, যা মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্যযুদ্ধের প্রভাব সম্পর্কে ধারণা দেবে।একাধিক দেশ ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চাইছে যাতে হোয়াইট হাউসের শুল্কের প্রভাব থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। এই তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হলো জাপান।তবে চীন সোমবার সতর্ক করে দিয়ে বলেছে, কোনো দেশ যেন এমন কোনো চুক্তিতে না যায় যা বেইজিংয়ের স্বার্থকে ক্ষুণ্ণ করে।বিশ্বের অন্যসব দেশের ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হলেও চীনের পণ্যের ওপর সর্বোচ্চ ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর জবাবে বেইজিং যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘আত্মসমর্পণ শান্তি বয়ে আনবে না এবং আপসকে সম্মান করা হবে না। নিজের স্বার্থে অন্যের ক্ষতি করে লাভ খোঁজার মানে হলো বাঘের প্রাণ কেড়ে নিয়ে তার চামড়া চাওয়ার মতো।এটি শেষ পর্যন্ত উভয় পক্ষেরই ক্ষতি করবে।’এই মন্তব্য এসেছে এমন একসময় যখন ট্রাম্প বৃহস্পতিবার বলেছিলেন যে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করছে এবং তিনি আশাবাদী যে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি একটি ভালো চুক্তিতে পৌঁছাতে পারবে।ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা চীনের সঙ্গে কথা বলছি। আমি বলব তারা কয়েকবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমার বিশ্বাস, আমরা চীনের সঙ্গে একটি খুব ভালো চুক্তিতে পৌঁছাব।বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন, যার ফলে সোনার দাম রেকর্ড ৩,৩৮৪ ডলারের ওপরে উঠে গেছে।সোনার দাম বৃদ্ধির আরেকটি কারণ ছিল ডলারের দুর্বলতা, যা মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের সঙ্গে ট্রাম্পের বিবাদের কারণে আরো বাড়ে।গত সপ্তাহে পাওয়েল সতর্ক করে দিয়েছিলেন যে, ট্রাম্পের শুল্ক নীতির ফলে সাময়িকভাবে হলেও মূল্যস্ফীতি বাড়তে পারে এবং সুদের হার কমার সম্ভাবনা নেই।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102