ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যুক্ত নতুন ১৮ টি ওয়ার্ডে চলমান রাস্তা সংস্কার কাজ জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার জন্য আহবান জানান ঢাকা ১৮ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
আজ সকালে মিরপুর ডিওএইচএস -দিয়াবাড়ি মেট্রোরেল নিচদিয়ে সড়ক সংস্কার শেষে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রশাসক মোহাম্মদ এজাজকে এই দাবী জানান। অধ্যক্ষ আশরাফুল হক বলেন প্রশাসক এমনই হওয়া প্রয়োজন ,জনগণের কষ্ট চিহ্নিত করে তা দ্রুত নিরসনের ব্যবস্থা নিবেন , সেক্ষেত্রে বর্তমান প্রশাসক ও তার টীম কর্মতৎপরতা দিয়ে জনগণের ভোগান্তি দুর করণের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন আমরা জনগণ তা দেখছি। ঈদের আগে আজমপুর কাঁচাবাজার চামুরখান সড়ক সংস্কার শেষে আজ জনগণের জন্য চলাচলের উদ্বোধন করে দেয়ায় এই এলাকার হাজার হাজার মানুষের ভোগান্তি থেকে মুক্ত হলো ,স্বল্প সময়এধরণের কার্যকর উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জানান প্রশাসকে।
উত্তরখান দক্ষিণখান তুরাগ খিলক্ষেত ডুমনি এলাকায় চলমান রাস্ত সংস্থার কাজ আগামী বর্ষা মৌসুম শুরুর আগে শেষ করার দাবী জানান।