শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সব্যসাচী রায়ের খাস কামরায় ১৬৪ ধারায় এই জবানবন্দি দেন বলে আইনজীবী শাহেদ হাসান টগর জানান।
বাদীপক্ষের এই প্যানেল আইনজীবী বলেন, আসামি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দির বিস্তারিত পরে বলবেন জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, এই মামলার অন্য তিন আসামিও রিমান্ডে রয়েছেন।