শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

`ইসলামই একমাত্র বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র উপহার দিতে পারে’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩ বার পঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা নুরুল করীম আকরাম বলেছেন, ইসলামই একমাত্র বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র উপহার দিতে পারে। পৃথিবীতে কল্যাণ রাষ্ট্রের ধারণা ইসলাম ছাড়া অন্য কেউ দিতে পারেনি।

শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৩টায় রাজধানীর কুর্মিটোলা হাইস্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন খিলক্ষেত থানা শাখা কর্তৃক আয়োজিত থানা যুব সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল করীম আকরাম বলেন, আজকে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা থাকতো, তাহলে ছোট বোন আছিয়াদের এভাবে মৃত্যুবরণ করতে হতো না। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে যুব সমাজকে বেকারত্বের অভিশাপে ধকে ধুকে মরতে হতো না। হতাশায় নিমজ্জিত হয়ে মাদক হাতে তুলে নিত না।

তিনি আরও বলেন, বিগত ৫৪ বছর অত্যন্ত সুপরিকল্পিতভাবে যুব সমাজকে বেকার রেখে লক্ষ্যহীন, কর্মহীন একটি প্রজন্ম তৈরী করা হয়েছে। যাতে অন্যের গোলামী ছাড়া এই তরুণ প্রজন্ম কোন কিছুই না বুঝে। ইসলামী যুব আন্দোলন আজকে এ সকল হতাশাগ্রস্থ বেকার যুব সমাজকে আশার আলো দেখাতে সক্ষম হয়েছে।

থানা শাখার সভাপতি সাদমান সাকিবের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন, এ্যাডভোকেট আব্দুল হাই মোল্লা, মুফতি কাজী তরিকুল ইসলাম, মাওলানা মোঃ জাকারিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102