বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না। বুধবার রাজধানীর পল্টনে বিশিষ্টজনদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
এসময় জামায়াত আমির বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা এখনও পূরণ হয়নি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক থাকতে হবে। যে জাতির শিক্ষা যত উন্নত, সে জাতি বিশে^র বুকে ততটাই মর্যাদাপূর্ণ। আফসোস আমাদের স্বাধীনতার ৫০ বছর পরও আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আদর্শ, চরিত্রবান, মর্যাদাপূর্ণ করে তৈরি করতে পারিনি।
অনুষ্ঠানে শিবির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে সবার অবদানকে মর্যাদা দিতেই কারও তালিকা প্রকাশ করেনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ভালো কাজগুলোকে আরও বেগবান করতে কাজ করা হচ্ছে। ফ্যাসিজমের পতনে আমরা ছাত্রজনতার পাশে নিজ নিজ অবস্থান থেকে কাজ করেছি। জুলাই অভ্যুত্থান সকলের সমম্বিত চেষ্টার মধ্যদিয়ে সফল হয়েছে। তাই আমরা বলি এই আন্দোলনের কোনো মস্টারমাইন্ড নেই, একক কোনো ক্রেডিট নেই।
সম্প্রতি এক প্রতিবাদ কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে শিবির সভাপতি বলেন, যাদের কারণে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠছে, সেই শাহবাগীরা আবারও জেগে উঠেছে, তাদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। ইফতার মাহফিলে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102