মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

উত্তরায় ছাত্র-জনতার সমাবেশ: ধর্ষণ, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ দেখতে চাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০ বার পঠিত

দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই ও অরাজকতার বিরুদ্ধে রাজধানীর উত্তরায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উত্তরার সাধারণ ছাত্র-জনতা।

আজ (রবিবার) দুপুর ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন উত্তরা বিএনএস সেন্টারের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

এসময় খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল এবং ৬ নম্বর সেক্টরস্থ ডিএমপি উত্তরা বিভাগ পুলিশের উপ-কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা ‘ধর্ষকের কালো হাত-ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, চব্বিশের হাতিয়ার-গর্জে ওঠো আরেকবার’ স্লোগান দিয়ে বলেন, দেশকে অস্থিতিশীল করে তুলতে একটা অশুভ শক্তি প্রতিনিয়তই নানারকম অপরাধ করে যাচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক দিনগুলোতে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা বেড়ে গেছে। একই সঙ্গে চলমান ছিনতাই, চাঁদাবাজি, খুন সংগঠতি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখা উত্তরা নাগরিক কমিটির নেতা মাহিন তালুকদার বলেন, একটা সুন্দর সমাজ গঠনের লক্ষে আমরা চব্বিশের আন্দোলন করেছি। কিন্তু, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের নব্য দোসরেরা দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। ওরা দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজির মতো জঘন্য কর্মকাণ্ড ঘটিয়ে ছাত্রজনতার সরকারকে পেরেশানিতে রাখতে চাইছে। আজ থেকে এসব দুস্কৃতিকারীদের বিরুদ্ধে আমরাও সোচ্চার থাকব।

মানববন্ধনে তুরাগের বাউনিয়া এলাকার বাসিন্দা ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা নূর মোহাম্মদ বলেন, গত তিন-চারদিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। যা সুস্থ মানুষ হিসেবে আমাদের জন্য উদ্বেগের। আমাদের দাবী হচ্ছে, যারা এ ধরণের ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িত তাদের মৃত্যুদন্ড দেয়া হোক।

প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া আইইএস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সরদার রিয়াদ বলেন, দেশজুড়ে ধর্ষণ, খুন, ছিনতাইসহ অরাজকতা এসবের বিরুদ্ধে আমাদের এই অবস্থান। আমরা স্পষ্ট বলতে চাই, ধর্ষকের বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। আমরা মনে করি, ছাত্র-জনতার অন্তবর্তী সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটা গ্রুপ এসব করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

অপর এক শিক্ষার্থী বলেন, চব্বিশের আন্দোলনের মতো দেশের যেকোন পরিস্থিতিতে অন্যায়ের বিরুদ্ধে আমরা উত্তরা থেকে তীব্র প্রতিরোধ গড়ে তুলব। ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ দেখতে চাই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102